বুধবার ১৫ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | বামেদের জেলাশাসকের অফিস অভিযান, আইন অমান্য আন্দোলন কর্মসূচি ঘিরে রণক্ষেত্র বহরমপুর

Pallabi Ghosh | ১৩ ফেব্রুয়ারী ২০২৪ ১৮ : ০২Pallabi Ghosh


আজকাল ওয়েবডেস্ক: শ্রমিক, কৃষক ও ক্ষেত মজুরদের জরুরি ১০ দফা দাবি আদায়ের ভিত্তিতে মঙ্গলবার সিটু এবং বামেদের অন্য কিছু সংগঠনের ডাকে মুর্শিদাবাদ জেলাশাসক দপ্তর অভিযান এবং আইন অমান্য কর্মসূচিকে ঘিরে রণক্ষেত্র হয়ে উঠল বহরমপুর শহর।আজ দাবি আদায়ের লক্ষ্যে ওই সংগঠনগুলোর তরফে আইন অমান্য ও জেল ভরো কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল।
সিপিআইএমে রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের নেতৃত্বে মঙ্গলবার দুপুরে একটি মিছিল শুরু হয় বহরমপুর পঞ্চাননতলা এলাকা থেকে। এই মিছিল বহরমপুর টেক্সটাইল কলেজ মোড়ে এসে পৌছলে পুলিশের তরফ থেকে জেলাশাসকের অফিসের দিকে বাম কর্মীদেরকে অগ্রসর হতে বাধা দেওয়া হয়।
অভিযোগ মিছিল আটকানোর পরেই মারমুখী হয়ে ওঠেন বাম কর্মীরা। প্রথমে তাঁরা ব্যারিকেড ভেঙে জেলাশাসকের অফিসের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু র‍্যাফ এবং পুলিশকর্মীরা বাধা দিলে তাঁদের সাথে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি শুরু হয়ে যায়।
পুলিশের কাছ থেকে বাধা পেয়ে কিছু বাম কর্মী সমর্থক বহরমপুর ব্যারাক স্কোয়ার মাঠে নেমে যান এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। বাম নেতৃত্বের তরফ থেকে বারবার তাদের কর্মী সমর্থকদেরকে মাঠে না গিয়ে মূল রাস্তায় থেকে আইন অমান্য আন্দোলন কর্মসূচিতে থাকার জন্য মাইকে অনুরোধ জানানো হয়। কিন্তু হঠাৎই উত্তেজিত বাম কর্মীরা পুলিশকে লক্ষ্য করে বহরমপুর স্কোয়ার ফিল্ডের মাঠ থেকে ঢিল এবং পাথর ছুঁড়তে থাকে।
হঠাৎ আক্রমণের মুখে পড়ে কিছুটা বেসামাল হয়ে যায় পুলিশ বাহিনী। ঢিলের আঘাতে কয়েকজন পুলিশ কর্মীর মাথা ফাটে এবং কয়েকজন অল্পবিস্তার আহত হন। এরপরই পাল্টা লাঠিচার্জ শুরু করে বহরমপুর থানার পুলিশ এবং কমব্যাট ফোর্সের জওয়ানরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড কাঁদনে গ্যাসের সেলও ছোঁড়া হয়। এরপরই বামেদের তরফ থেকে আজকের আইন অমান্য কর্মসূচি প্রত্যাহার করে নেওয়া হয়।
বামেদের তরফ থেকে দাবি করা হয়েছে -কোনও প্ররোচনা না থাকা সত্ত্বেও পুলিশের তরফ থেকে লাঠিচার্জ করা হয়েছে। পুলিশের লাঠির আঘাতে বেশ কয়েকজন বাম কর্মী সমর্থক গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। কমপক্ষে ৮ জন বাম -কর্মী সমর্থককে আটক করেছে পুলিশ।




বিশেষ খবর

নানান খবর

নানান খবর

কাজ থেকে ফেরার পথে খুন যুবক, রিষড়া কাণ্ডে ধোঁয়াশা কাটছে না কিছুতেই...

ডিভিসির ছাড়া জলে রাতারাতি ডুবে গিয়েছিল চাষের জমি, ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াল প্রশাসন...

 ৫২ দিনে দোষী সাব্যস্ত অভিযুক্ত, দ্রুত বিচার চুঁচুড়া জেলা আদালতে...

রসের কড়াইয়ে সাঁতার কাটা মাসকলাইয়ের জিলিপি আর শাঁকালু, এই মেলার আকর্ষণ এটাই...

আচমকাই ছুটে এল ঝাঁকে ঝাঁকে গুলি, আসামি ছিনতাইয়ের জন্য পুলিশের উপর দুঃসাহসিক হামলা ...

ভর সন্ধ্যায় পেটে ছুরি মেরে যুবক খুন, চাঞ্চল্য রিষড়ায়!...

জলপাইগুড়িতে ধর্ষণে অভিযুক্ত পুলিশ অফিসার গ্রেপ্তার...

পৌষ সংক্রান্তির আবহে ঢেঁকির দেখা মেলে গ্রামে, হুগলির এই বাড়িতেই ভিড় জমান মহিলারা ...

পূণ্যার্থীদের ফেলা বর্জ্য পদার্থ দিয়ে গঙ্গাসাগরে তৈরি হবে নতুন রাস্তা...

'মাই এফআইআর পোর্টাল', কাজে স্বচ্ছতা আনতে বনগাঁ পুলিশের উদ্যোগ...

শেষ যাত্রা নাকি উৎসব! বাজনা বাজিয়ে দাদুর মরদেহ শ্মশানে নিয়ে গেলেন নাতিরা, কেন?...

চারদিন বালি সেতুতে চলবে না ট্রেন, চরম ভোগান্তির আশঙ্কা যাত্রীদের...

অনুব্রত মণ্ডলের পায়ে হাত দিয়ে প্রণাম করলেন কাজল শেখ! কীসের ইঙ্গিত? ...

রবিতেই ভরসা মুখ্যমন্ত্রীর, ৩৬তম রাজ্য ভাওয়াইয়া সঙ্গীত কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন রবীন্দ্রনাথ ঘোষ...

পরপর পাঁচটি সিলিন্ডার বিস্ফোরণ!  সিকিমে ভয়াবহ অগ্নিকাণ্ড বহুতলে, কোটি টাকার ক্ষয়ক্ষতি ...



সোশ্যাল মিডিয়া



02 24